রাহুল পাসওয়ান, আসানসোলঃ কয়লা ও গরু পাচার কাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রর ফের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। এই মুহূর্তে বিকাশ মিশ্র SSKM এ ভর্তি থাকায় সশরীরে উপস্থিত থাকতে পারেনি। কাজেই নিজেদের হেফাজতে চাইতেও পারেনি সিবিআই। অন্যদিকে বিকাশের আইনজীবী তার জামিনের আবেদন করলে সিবিআইয়ের আইনজীবী তার বিরোধিতা করে। সব শুনে বিচারক বিকাশকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। আগামী ২২ ডিসেম্বর ফের তাকে আদালতে উপস্থিত হবার নির্দেশ দিয়েছিলেন বিচারক। সেই মত বিকাশ SSKM এ ভর্তি থাকায় সশরীরে উপস্থিত থাকতে পারেনি। সিবিআই এর আইনজীবী বিচারকের কাছে আবেদন করেন যে বিকাশ মিশ্রর শারীরিক অসুস্থতা এমস কল্যাণী বা এইমস দিল্লিতে মেডিকেল বোর্ড বসিয়ে তার হেলথ কন্ডিশন ডিসায়েড করা হোক। বিচারক সিবিআইয়ের এই আবেদনের কোনো অর্ডার করেননি আগামী ৫ তারিখ আবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।