নিজস্ব সংবাদদাতাঃ সুস্থ হয়ে উঠল গুজরাটের তিন ওমিক্রন রোগী। জিম্বাবোয়ে ফেরত ৭২ বছর বয়সী এক বৃদ্ধ ও তাঁর স্ত্রী-শ্যালক সম্প্রতিই ওমিক্রনে আক্রান্ত হয়েছিলেন। আজ রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, ওই তিনজনের করোনা রিপোর্ট নেগেটিভ আসায় তাঁদের বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে আপাতত ৭ দিন তাঁদের একান্তবাসে থাকতে হবে।