নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার দিল্লিতে বাগদান অনুষ্ঠান হয়ে গেল আপের আহ্বায়ক এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মেয়ের। সেখান থেকেই একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে কেজরিওয়ালকে তার স্ত্রী সুনিতার সঙ্গে স্টেজে নাচ করতে দেখা গেল। একেবারে খোশমেজাজে কেজরিওয়াল।
/anm-bengali/media/post_attachments/indiatoday/images/story/201210/kejriwal-1_660_102412090040-320399.jpg?VersionId=kTNt4emqc5Kz9OLUYN0tjzJCjrWyMMiM)