দিগবিজয় মাহালী,পূর্বমেদিনীপুরঃ ক্লাসরুমে বসে অবাধে চলছে ধূমপান,দিনকয়েক আগেই ভাইরাল হয়েছিল চন্দ্রকোনার জাড়া হাইস্কুলের এই ছবি।ওই ঘটনার পরই স্কুলের একশো মিটারের মধ্যে তামাকজাত পণ্য বিক্রি ঠেকানো ও স্কুলের ছাত্রছাত্রীদের সচেতনতায় উদ্যোগী হল জেলা স্বাস্থ্য দফতর ও পুলিশ প্রশাসন।আজ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ ব্লকের জাড়া হাইস্কুল সংলগ্ন এলাকায় ব্লক স্বাস্থ্য দপ্তর,স্থানীয় পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে যৌথভাবে মাদক বিরোধী অভিযান ও সচেতনতা প্রচার চালায় জেলা স্বাস্থ্য দপ্তরের বিশেষ দল।জাড়া হাইস্কুল চত্বরের সামনাসামনি প্রতিটি দোকানে গিয়ে যৌথ দলের সদস্যরা খতিয়ে দেখেন সেখানে সিগারেট,বিড়ি কিংবা অন্যান্য তামাকজাত দ্রব্য বিক্রি হচ্ছে কিনা।স্কুলের একশো মিটারের মধ্যে এমনিতেই কোনও রকম তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ রয়েছে।এদিন ওই স্কুলের আশপাশের একাধিক দোকানে গিয়ে খোঁজ নেয় স্বাস্থ্য দপ্তরের এই বিশেষ টিম । বেশকিছু দোকানে তামাকজাত পণ্য দেখতে পেয়ে দোকানদারদের কড়া হুঁশিয়ারিও দেওয়া হয় দলের সদস্যদের পক্ষ থেকে।স্কুলের ভেতর ধূমপানের ঘটনায় ছাত্রছাত্রীদের নিয়ে পরবর্তী সময়ে মাদকবিরোধী সচেতনতামুলক কর্মসূচীও নেওয়া হবে বলে জানাযায়।এই অভিযানে নেতৃত্ব দেন ডিস্ট্রিক্ট কনসালটেন্ট স্বাতীলেখা মান্না।