নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশার কাছে আজ লজ্জার হার হয়েছে ইস্টবেঙ্গলের। ৬-৪ গোলে জয় লাভ করেছে ওড়িশা। ফলত সোশ্যাল মিডিয়ায় রাগ উগ্রে দিচ্ছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। প্রিয় দলকে এইভাবে হেরে যেতে দেখে মন ভেঙেছে সমর্থকদের। টুইটারে ব্যঙ্গ করে বহু সমর্থকরা দলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। এক সমর্থক টুইটে ব্যঙ্গ করে লিখেছেন 'ওড়িশা এবং ইস্টবেঙ্গল কি প্রতি সপ্তাহে একে অপরের সঙ্গে খেলতে পারবে?'