শীতের সময় ত্বককে হাইড্রেট রাখা জরুরি!

author-image
Harmeet
New Update
শীতের সময় ত্বককে হাইড্রেট রাখা জরুরি!

নিজস্ব সংবাদদাতাঃ শীতের সময়গুলি অন্যান্য ঋতুগুলির থেকে সুন্দর, মনোরম ও নির্মল আবহাওয়া থাকে। শীতল বাতাসে এক কাপ ধোঁয়া ওঠে কফির কাপে চুমুক দেওয়ার যে তৃপ্তি তা অন্য কোনও সময় পাওয়া যায় না। তবে মুদ্রার এপিঠ-ওপিঠও রয়েছে। শুষ্ক ত্বক, ফ্ল্যাকি স্ক্যাল্প, ফাটা ঠোঁট আর নখের চারপাশে চামড়া ওঠা, এই সময় মারাত্মক আকার ধারণ করে। অনেকেই ঘরোয়া প্রতিকারে বিশ্বাসী। তাই ঠোঁটকে সুস্থ রাখতে ঘি, মাথার ত্বকে দই ও ত্বকের জন্য গাজরের তেল ব্যবহার করেন। তবে এত ঝামেলার মধ্যে না গিয়ে কয়েকটি টিপস রয়েছে, যা শীতকালীন সব সমস্যাগুলি নিরাময় হয়ে যায়। 

স্ক্যাল্প স্ক্রাব – পরিস্কার মাথার ত্বক কখনও পাওয়া সম্ভব নয়। মাথার ত্বক ও চুলের ভালর জন্য স্ক্যাল্প স্ক্রাব তৈরি করতে পারেন। দিনে একবার প্রয়োগ করলেই দারুণ ফল মিলবে। স্নান করার আগে স্ক্রাবার ব্যবহার করে কয়েক মিনিট মাসাজ করুন। তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। কেমন স্ক্যাবার ব্যবহার করবেন? চা পাতার তেল, গ্রাউন্ড কফি ও কয়েক ফোঁটা লেবুর রস একসঙ্গে মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। কিছুদিনের মধ্যেই পার্থক্যটি বুঝতে পারবেন।
পায়ের মাস্ক- বর্তমানে ত্বকের পরিচর্চার ক্ষেত্রে কোরিয়ান স্কিনকেয়ার ট্রেন্ডিং। আর এই ধরনের স্কিনকেয়ার রয়েছে সবকিছুর জন্য সমাধান। শীতকালে ত্বকের যেমন সমস্যা দেখা যায় তেমন পায়ের ত্বকও শুষ্ক হয়ে যায়। পায়ের ত্বক হাইড্রেট রাখতে সেরা ও দ্রুততম উপায় হল ফুট মাস্কব্যবহার করা। পা প্রথমে পরিস্কার করে মাস্কটি ২০ মিনিটের জন্য রেখে দিন। এরপর মাস্ক খুলে পায়ে বেশ কিছুক্ষণ মাসাজ করুন ও মোজা দিয়ে আরও ২০ মিনিটের জন্য ঢেকে রাখুন।
ক্লিনজিং বাম- মুখের ত্বক পরিস্কার করার জন্য সাধারণ ফেসওয়াশ ব্যবহার করলেই ভেবেছিলেন পরিচর্চা হয়ে গিয়েছে। ত্বকের টেক্সচার, পিএইচ লেভেল ও অবস্থার উপর নজর রেখে একটি ভাল মানের ক্লিনজিং বাম ব্যবহার করা উচিত। ত্বকের প্রকারভেদে ও ব্রণ বা ফোঁড়ার সমস্যায় ভুগছেন কিনা তাও নজরে থাকা দরকার। এই ক্লিনজিং বামের জেরে ত্বক থাকে সুস্থ, নরম ও স্নিগ্ধ। এছাড়া মেকআপ তুলতেও এটি একটি দুর্দান্ত উপায়।