নিজস্ব সংবাদদাতা: ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ইডির চার্জশিট সম্পর্কে তেলেঙ্গানার কংগ্রেস সাংসদ মাল্লু রবি বিজেপিকে করলেন কটাক্ষ। তিনি বলেছেন, "আপনারা (বিজেপি) রাহুল গান্ধীকে ভয় পান এবং তাই আপনারা তাঁর এবং সোনিয়া গান্ধীর বিরুদ্ধে মামলা দায়ের করছেন। রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর বিরুদ্ধে যত মামলাই দায়ের হোক না কেন, তাতে কংগ্রেসের লাভ হবে। রাহুল গান্ধী ভারতের সংস্কৃতির জন্য কাজ করছেন, যা বৈচিত্র্যের মধ্যে ঐক্য"।
/anm-bengali/media/post_attachments/wikipedia/commons/thumb/e/eb/Mallu_Ravi.jpg/960px-Mallu_Ravi-419400.jpg)