নিজস্ব সংবাদদাতা : রাজ্য সরকারের পূর্ব ঘোষণা মতোই স্কুলের দরজা খুলছে আর পাঁচ দিন পরেই। ১৬ নভেম্বর থেকে স্কুলগুলিতে শুরু হবে পঠন পাঠন। তবে কোভিড বিধি বজায় রেখেই চলবে ক্লাস। বৃহস্পতিবার জনস্বার্থ মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের তরফে স্পষ্টতই জানিয়ে দেওয়া হল সেকথা। আদালতে রাজ্যের তরফে জানানো হয়েছে, প্রত্যহ ১০ মিনিট করে কভিড সচেতনতার পাঠ দেওয়া হবে পড়ুয়াদের। নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত ১৫ শতাংশ ছাত্রছাত্রী নিয়ে ক্লাস হবে।