New Update
হরি ঘোষ, দুর্গাপুরঃ- বিদেশের 'হ্যালোইন' ভূত - পেত্নী সাজার উৎসবের ছায়া এবার দুর্গাপুরে। ভূতচতুর্দশী'তে অদ্ভূতুড়ে সাজে শিল্পাঞ্চলের যুবতীরা সোশ্যাল মিডিয়া মাতাচ্ছেন। মা দূর্গার আগমনী সাজে বেশ কয়েক বছর ধরে মজেছে শহরের শিশু থেকে যুবতীরা। কিন্তু হঠাৎই কালী পুজোর আগে সোশ্যাল মিডিয়ায় জ্যান্ত ভূতের আবির্ভাব হওয়ায় হতবাক নেটিজেনরা।
রাতের অন্ধকারে শিল্পাঞ্চলের ঝোপ জঙ্গলে চলছে পেত্নীদের ফটোশ্যুট। অন্ধকারে ভয়ঙ্করদর্শন ফটোশ্যুট করতেও হিমসিম খাচ্ছেন ফটোগ্রাফাররা। পাশাপাশি মেয়েদের সুন্দরী করে গড়ে তুলতে খ্যাত মেকআপ আর্টিস্টরাও ভূতুড়ে রুপ দিতে গিয়ে হতভম্ব। তবে সুন্দরীরা পেত্নী রুপে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই নেটিজেনদের চর্চার মুখে পড়ে বেজায় খুশি।
আলোর উৎসবে এবার যেন তার উল্টো ছবি সোশ্যাল মিডিয়ায়। সুন্দরী যুবতীরা পেত্নী সেজে শিহরণ জাগানো জঙ্গল ও ঝোপঝাড়ে রাতের অন্ধকারে ফটোশ্যুট করেছেন। ভূতচতুর্দশী উপলক্ষ্যে সেই ছবি ভাইরাল করছেন।
উল্লেখ্য, ইউরোপ - অ্যামেরিকা সহ বেশ কিছু দেশে প্রাচীন ঐতিহ্য মেনে মৃত আত্মাদের স্মরণে '' হ্যালোইন ডে" পালন করা হয়। ওই পবিত্র সন্ধ্যা উৎসব প্রতিবছর ৩১ অক্টোবর পালিত হয়। উৎসবে অংশগ্রহণকারীরা ভূত - পেত্নী সাজেন। ভূতচতুর্দশী উপলক্ষ্যে এবার নতুন ট্রেন্ড চালু হলো শহরে। ভূতচতুর্দশীর আগে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছাড়তেই ব্যপক চর্চিত বিষয় হয়ে উঠেছে। এক অন্য রকম অনুভূতি অনুভব করছি আমরা।
photoshoot
model
netizen
makeup
ghost
locality
darkness
social platform
atrist
photogrpher
hallowen dy
Bhoot Chaturdashi
kali puja
diwali
jungle
fear