নিজস্ব সংবাদদাতা: দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেদিনীপুর শহরের সিপাইবাজারের জেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের পর মেদিনীপুর শহরের উপকণ্ঠে গোপগড় এলাকায় পৌঁছে গেলেন দিলীপ ঘোষ। সেখানে গোপনন্দিনী মন্দিরে রামনবমীর পুজোতে যোগ দিয়ে, বুলেট হাঁকিয়ে মেদিনীপুর সদর ব্লকের ধেড়ুয়া বাজারে পৌঁছে যান মেদিনীপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ।
/anm-bengali/media/media_files/1WMSSoJx4vsm2WvwpojB.jpg)