হাতির তান্ডবে তছনছ চা বাগান

author-image
Harmeet
New Update
হাতির তান্ডবে তছনছ চা বাগান

সুদীপ ব্যানার্জী,কালিম্পং:  চা বাগানে বুনো হাতির তাণ্ডব। কালিম্পং জেলার গরুবাথান ব্লকের লোয়ার ফাগু এলাকা দারুণ ভাবে ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর। চা বাগানে প্রতিনিয়ত হাতির তাণ্ডবে উদ্বিগ্ন কর্তৃপক্ষ। এলাকায় বন বিভাগের তরফে টহলদারি শুরু হয়েছে।
শনিবার বিকেলে মাল-১২ বনাঞ্চল থেকে একটি হাতির দল বেরিয়ে লোয়ার ফাগু চা বাগানে ঢুকে পড়ে। হাতির দলটি বাগানের ৯ নম্বর সেকশনে দীর্ঘক্ষণ ছিল। গতকাল রাত থেকে হাতির উপদ্রব বাড়ে। রবিবার ভোরেও এলাকায় হাতির দলের আনাগোনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায়। বাগান কর্তৃপক্ষের  সূত্রে জানাগিয়েছে " হাতির উপদ্রবে চারশো চারা গাছ নষ্ট হয়ে গিয়েছে"। বিষয়টি বন বিভাগকে জানালেও কোনও সুরাহা মিলছে না বলে অভিযোগ কর্তৃপক্ষের।