নিজস্ব সংবাদদাতাঃ
সাপ দেখে ভীত সন্ত্রস্ত হয়ে যান সকলে। একটু সাহসীরা আবার লাঠি নিয়ে তাড়াও করেন। এই দৃশ্যই তো পরিচিত। কিন্তু সাপকে ‘বাবা বাছা’ করে বাড়ি থেকে বের করতে দেখেছেন কাউকে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। সেখানে দেখা গিয়েছে, একটি বাড়িতে ঢুকে পড়েছে কেউটে সাপ। আর ছোট একটা লাঠি হাতে নিয়ে এক মহিলা তাকে তাড়াচ্ছেন। যদিও তাড়ানোর ভঙ্গিতে কোনও রকম ভয় দেখানোর ইঙ্গিত নেই। উল্টে সাপটিকে অনুরোধ করতে দেখা গিয়েছে ওই মহিলাকে। জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে কোয়েম্বাটোরে।
ভিডিয়োতে শোনা গিয়েছে দক্ষিণী ভাষায় কথা বলছেন মহিলা। নেটিজ়েনরা এই ভাইরাল ভিডিয়ো দেখে বলছেন, বাড়িতে ছোট বাচ্চারা যেমন ভুল কিছু করলে তাকে বোঝানো হয় যে সে ভুল করেছে, ঠিক তেমনই এই সাপটিকেও যেন ওই মহিলা বুঝিয়ে সুঝিয়ে অনুরোধ করে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছে। সবচেয়ে মজার ব্যাপার হল মহিলার অনুরোধে সাপটি উল্টে তাকে আক্রমণ করেনি। বরং আস্তে আস্তে বাড়ির উঠোন ছেড়ে বেরিয়ে গিয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, বাড়ির বড় গেটের সাইডের অংশ দিয়ে বেরিয়ে যাচ্ছে সাপটি।