বাচ্চাদের যে ৫টি কারণে মস্তিষ্কে প্রভাব ফেলতে পারে

author-image
Harmeet
New Update
বাচ্চাদের যে ৫টি কারণে মস্তিষ্কে প্রভাব ফেলতে পারে

নিজস্ব সংবাদদাতাঃ আপনার বাচ্চা কি সবসময় দুষ্টুমি করে? তার জন্য খুব বকাবকি করেন। জানেন কি তার জন্য আপনার বাচ্চার কতটা ক্ষতি হতে পারে?

দেখে নিনঃ ১) তীব্র বিষণ্ণতা অর্থাৎ বাচ্চারা গভীর ডিপ্রেশনে চলে যেতে পারে।

২)  দীর্ঘদিন ধরে এমন টা চললে স্থূলতা হওয়ার বেশি ভয় থাকে।

৩)বাচ্চারা বৃদ্ধি পাবেনা।

৪)ড্রাগস আর অ্যালকোহলের আসক্ত হয়ে পড়বে।

৫) অস্বাভাবিক আচরণ করবে।