নিজস্ব সংবাদদাতা: নিজের রাজ্যে সব মাদ্রাসা বন্ধ করে দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এবার কর্ণাটকে ভোটপ্রচারে গিয়ে সেখানেও সব মাদ্রাসা বন্ধ করার হুমকি দিলেন। বলেন, ৬০০ মাদ্রাসা ইতিমধ্যেই অসমে বন্ধ করিয়েছেন। আগামী দিনে সব মাদ্রাসা বন্ধ করবেন। দাবি, মাদ্রাসায় তৈরি হয় মোল্লা। তাই তিনি চান সব মাদ্রাসা বন্ধ হয়ে স্কুল-কলেজের মতো ভালো শিক্ষা প্রতিষ্ঠান বানানো হোক।