"শান্তি এবং মানবজাতির সেবা অর্থের চেয়ে বেশি মূল্যবান"

author-image
Harmeet
New Update
"শান্তি এবং মানবজাতির সেবা অর্থের চেয়ে বেশি মূল্যবান"

নিজস্ব প্রতিনিধিঃ তারা শান্তির অগ্রদূত। তারা মানব কল্যাণে নিজেদের নিয়োজিত করেছে। ১৯১৭ সালে আচার্য শ্রীমত স্বামী প্রণবানন্দজী মহারাজ কর্তৃক প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ সারা বিশ্বে সমাজসেবায় নিয়োজিত রয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক স্বামী বিশ্বত্মানন্দ, যিনি দিলীপ মহারাজ নামে পরিচিত, এএনএম নিউজের প্রধান সম্পাদক অভিজিৎ নন্দী মজুমদারের সঙ্গে আলাপচারিতা করেছেন।