নিজস্ব সংবাদদাতাঃ ইন্দোনেশিয়ার একটি জ্বালানি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৭ জন নিহত, কয়েকজন আহত এবং আশেপাশের হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দমকল কর্মকর্তারা জানিয়েছেন অন্তত ২৬০ জন দমকল কর্মী ও ৫২টি দমকলের ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উত্তরে তানাহ মেরাহ এলাকায় প্লাম্পাং জ্বালানি স্টেশনে আগুন লাগে। এটি ইন্দোনেশিয়ার অন্যতম বড় তেলের ডিপো। এটি ইন্দোনেশিয়ার জ্বালানি চাহিদার ২৫% সরবরাহ করে।