মেকআপ ব্যাগে কী কী রাখবেন

author-image
Harmeet
New Update
মেকআপ ব্যাগে  কী কী রাখবেন

​নিজস্ব সংবাদদাতাঃ মেকআপ ব্যাগ আপনি সব সময় সব জায়গায় নিয়ে যাবেন। এমন জিনিস রাখবেন না, যাতে সঠিক সময় সঠিক জিনিসটি হাতের কাছে পেতে আপনার সময় লেগে যায়। তাই মেকআপ ব্যাগে কয়েকটি গুরুত্বপূর্ণ জিনিস রাখা প্রয়োজন। যেগুলো সময়ে ব্যবহার হয়। যেগুলো মেকআপ ব্যাগে  না রাখলেই নয়।






ময়শ্চারাইজার এবং প্রাইমার : এই দুটি জিনিস আসলে স্কিন কেয়ার রেজিমের অংশ হওয়া উচিত। মেকআপ  শুরু করার আগে ময়শ্চারাইজারে অল্প প্রাইমার মিশিয়ে ভাল করে মুখে-গলায় লাগিয়ে নিন। তা হলে আপনার ত্বক মেকআপ রেডি হয়ে যাবে। প্রাইমার ব্যবহার করতে না চাইলে টিন্টেড ময়শ্চায়াইজারও লাগাতে পারেন।


দীর্ঘক্ষণ মুখের মেকআপটি ধরে রাখতে বেস্ট কোন প্রাইমারগুলি? (Which Are The  Trending Primers For Makeup?) - Spark.Live বাংলা



কনসিলার ও ফাউন্ডেশন : মেকআপ বেস তৈরির জন্য দ্বিতীয় জরুরি জিনিস। ফাউন্ডেশন কিনবেন নিজের স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে, কনসিলারও তাই। ফাউন্ডেশন আর কনসিলারের শেড যেন একই হয়।






আইলাইনার ও মাস্কারা : এই দুটি খুব গুরুত্বপূর্ণ। আপনি যে ধরনের আই লাইনারে স্বচ্ছন্দ, সেটিই ব্যবহার করুন। পেনসিল হলে পেনসিল, লিকুইড হলে লিকুইড



What is the difference between a mascara and a liner? - Quora




লিপস্টিক : দুটো এমন রং রাখুন যা আপনার প্রত্যেক পোশাকের সঙ্গে মানানসই হতে পারে। আপনি নুড ও লাল রাখতে পারেন। এই দুটি থাকলেই যথেষ্ট, বিশ্বাস করুন! একটা হালকা আর একটা গাঢ়, আর কিছুর এমনিতে দরকার পড়ে না।



লিপস্টিক ব্যবহারের সঠিক নিয়ম




ব্লাশ ও হাইলাইটার : আপনার মুখের কাটিং ঠিক করার জন্য এই দুটি জিনিসের প্রয়োজন আছে । এগুলি বাড়তি নয়, দরকারি।








কমপ্যাক্ট বা ট্রান্সলুসেন্ট পাউডার : যে-কোনও একটা ভ্যারাইটি রাখুন নিজের কাছে, ত্বকের শেড অনুযায়ী।



Insight TRANSLUCENT FACE POWDER Compact - Price in India, Buy Insight  TRANSLUCENT FACE POWDER Compact Online In India, Reviews, Ratings &  Features | Flipkart.com





ব্রাশ : মোটামুটি কয়েক ধরনের ব্রাশ যেমন, আইশ্যাডো ব্রাশ, ব্লাশ অন ব্রাশ, পাউডার ব্রাশ আর আইব্রো ব্রাশ থাকলেই চলবে।



13 Best Makeup Brushes for Beginners 2021