New Update
হাবিবুর রহমান, ঢাকা: বাংলা ভাষার প্রতি আকুল ভালোবাসা জানান দিতে এবার বিপুল সংখ্যায় ভারতীয় বাঙালিরা বাংলাদেশে গিয়েছেন। মঙ্গলবার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্যই বছর জুড়ে পরিকল্পনা করেছেন বলে তারা জানিয়েছেন।
এছাড়াও দূষণমুক্ত পরিবেশ গড়তে ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বাইসাইকেল চালিয়ে ভারতের হুগলী থেকে বাংলাদেশ গিয়েছেন আট তরুণ-তরুণী। শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে ভারতের রানাঘাট থেকে গিয়েছেন কবি শ্যামল কুমার মজুমদার, সাংবাদিক পুলক বোস, পাপিয়া চক্রবর্তী, রাজু শেখ। হুগলী জেলা থেকে পর্যটক দলটি বৃহস্পতিবার রাতে পাবনা শহরে পৌঁছায়। অপরদিকে ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য ভারত থেকে পায়ে হেঁটে বাংলাদেশে গিয়েছেন মৃণাল দাস। তার বয়স ৫৫ বছর। জৈব বিজ্ঞান নিয়ে লেখাপড়া করা এই ‘চিরকুমার’ পায়ে হেঁটে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরেই ঢাকায় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
সোমবার মধ্যরাত ১২টা এক মিনিটে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর থেকেই ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে লাখ লাখ মানুষের। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ফুল হাতে শহীদ মিনারে আসেন বিভিন্ন শ্রেণী, পেশার মানুষ। সবার আশা, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার পাশাপাশি সর্বস্তরে বাংলা ভাষার মর্যাদা সুপ্রতিষ্ঠিত হবে।
india
bangladesh
news
anmnews
bengalinews
latestnews
breakingnews
TrendingNews
TRENDINGNEWSTODAY
Banglanews
BengaliNewsLive
samachar
newsupdates
dailynews
dailynewsupdate
International mother language day