নিজস্ব সংবাদদাতাঃ লকডাউনে ওটিটি প্ল্যাটফর্মই বিনোদনের একমাত্র মাধ্যম হয়ে দঁড়িয়েছে। ওয়েব সিরিজ থেকে শুরু করে সিনেমা রিলিজ পর্যন্ত সবই এখন উপস্থাপিত হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। সেক্রেড গেমস, দিল্লি ক্রাইম, দ্য ফ্যামিলি ম্যানের মত একাধিক ওয়েব সিরিজ জনপ্রিয় হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। মির্জাপুর, স্ক্যামের মত ওয়েব সিরিজও জনপ্রিয় হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। এবার দর্শক এরকমই কিছু সিরিজের অপেক্ষায় রয়েছে।এবার মাধুরী দীক্ষিতও আসতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে। 'ফাইন্ডিং অনামিকা' নামক একটি ওয়েব সিরিজ দিয়ে একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। আসন্ন ওয়েব সিরিজের তালিকায় রয়েছে অজয় দেবগানের 'রুদ্র', যার জন্য দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এটি একটি ক্রাইম-ড্রামা সিরিজ। এই ধারাবাহিকে অজয় দেবগান ছাড়াও রয়েছেন এষা দেওল ও অতুল কুলকার্নি। এবার ওটিটিতে আত্মপ্রকাশ করতে চলেছেন পরিচালক সঞ্জয় লীলা বনসালী। 'হীরামান্ডি' নামক একটি ওয়েব সিরিজ তৈরি করতে চলেছেন তিনি, যাকে তিনি নিজের চলচ্চিত্রকার হিসাবে গুরুত্বপূর্ণ মাইলস্টোন হিসাবে অভিহিত করেছেন। মির্জাপুর ১ ও ২-এর জনপ্রিয়তার পর দর্শক অপেক্ষায় রয়েছে মির্জাপুর ৩-এর। এই অ্যাকশন-থ্রিলার সিরিজে পঙ্কজ ত্রিপাঠী, শ্বেতা ত্রিপাঠী, দিব্যেন্দু শর্মা, আলি ফজল, বিক্রান্ত ম্যাসি, রসিকা দুগল এবং কুলভূষণ খারবান্দার মতো একাধিক অভিনেতা রয়েছেন। যদিও এখনও পর্যন্ত মির্জাপুর ৩-এর রিলিজের তারিখ জানানো হয়নি। ২০২০ সালে হানসাল মেহতার 'স্ক্যাম ১৯৯২: দ্য হার্সাদ মেহতা স্টোরি' জনপ্রিয়তা লাভ করার পর আসতে চলেছে 'স্ক্যাম ২০০৩: দ্য কিউরিয়স কেস অফ আব্দুল করিম তেলগি'। এই সিরিজের নাম থেকে বোঝাই যাচ্ছে যে, এই সিরিজটি ভারতের বিতর্কিত স্ট্যাম্প পেপার কেলেঙ্কারির গল্প বর্ণনা করবে।