নিজস্ব সংবাদদাতা : আজকের আবহাওয়া থাকবে মিশ্র মেজাজে। দিনের শুরুটা হবে তুলনামূলকভাবে আরামদায়ক—সকালবেলা তাপমাত্রা থাকবে প্রায় ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমও বাড়বে, দুপুর নাগাদ সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছাতে পারে ২৮.৭ ডিগ্রি সেলসিয়াসে। সারাদিন গড় তাপমাত্রা থাকবে ২৪.৪ ডিগ্রির কাছাকাছি। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকবে প্রায় ৪৮ শতাংশ, ফলে গরমের সঙ্গে কিছুটা ঘামভাবও টের পাওয়া যেতে পারে। বাতাসের গতিবেগ থাকবে আনুমানিক ৯.২ কিমি প্রতি ঘণ্টা।
/anm-bengali/media/media_files/7JA5Usra46FZgulNNj9T.jpg)
আজ দিনের আবহাওয়া বেশ খানিকটা অনিশ্চিত হতে পারে—তাই যারা বাইরে বেরোবেন, তারা হালকা পোশাক ও জলপানের ব্যবস্থা রাখলে ভালো করবেন।