নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানের জঙ্গি আবদুল রেহমান মাক্কিকে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ(ইউএনএসসি)। গত বছর লস্কর-ই-তৈবা (এলইটি) নেতাকে বৈশ্বিক সন্ত্রাসী হিসেবে ঘোষণা করার জন্য ভারতের প্রচেষ্টা চালিয়েছিল চীন। ২০২২ সালের জুন মাসে সন্ত্রাসী আবদুল রেহমান মাক্কিকে নিষেধাজ্ঞা কমিটির অধীনে তালিকাভুক্ত করার প্রস্তাবে বাধা দেওয়ার পরে ভারত চীনের সমালোচনা করেছিল, যা ইউএনএসসি ১২৬৭ কমিটি নামেও পরিচিত। জাতিসংঘ বিবৃতিতে বলেছে, '২০২৩ সালের ১৬ জানুয়ারি নিরাপত্তা পরিষদ কমিটি আইএসআইএল (দায়েশ), আল-কায়েদা এবং সংশ্লিষ্ট ব্যক্তি, গোষ্ঠী, উদ্যোগ ও প্রতিষ্ঠান সম্পর্কিত রেজুলেশন ১২৬৭ (১৯), ১৯৮৯ (২০১১) এবং ২২৫৩ (২০১৫) অনুযায়ী এর আইএসআইএল (দায়েশ) এবং আল-কায়েদা নিষেধাজ্ঞার অধীনে উল্লিখিত এন্ট্রি যুক্ত করার অনুমোদন দেয়।'