নিজস্ব সংবাদদাতাঃ ওডেসার আঞ্চলিক রাজ্য প্রশাসনের প্রধান মাকসিম মার্চেঙ্কোর এক বিবৃতিতে বলেছে, 'রাশিয়া বৃহস্পতিবার সকালে ইউক্রেনে একটি বৃহদায়তন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।' মার্চেঙ্কো বলেন, "বিমান প্রতিরক্ষা এখন এই অঞ্চলের উপর কাজ করছে। বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানানো হয়েছে।"