‘অখিলেশও চান ওয়াকফ বিলটি পাস হোক!’

'তিনি অবস্থান নিতে বাধ্য হয়েছেন'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
 Akhilesh Yadav

File Picture

নিজস্ব সংবাদদাতা: ওয়াকফ সংশোধনী বিল সম্পর্কে রাজ্যসভার সাংসদ রেখা শর্মাও এদিন একাধিক বিষয়ে কথা বলেন। এদিন তিনি বলেন, “আমার মনে হয় অখিলেশ যাদবের কোনও যুক্তি ছিল না এবং কোথাও তিনিও চান যে এই বিলটি পাস হোক। তাঁর দল শুরু থেকেই সংখ্যালঘু ভোটের উপর নির্ভর করে নিজেদের টিকিয়ে রেখেছে এবং এখন যেহেতু তাঁর দলের অস্তিত্ব হুমকির মুখে, তাই তিনি তাঁর দলের যা অবশিষ্ট আছে তা বজায় রাখার জন্য অবস্থান নিতে বাধ্য হয়েছেন”।