ওয়াকফ সংশোধনী বিল, কি বলছেন এনসিপি-এসসিপি বিধায়ক?

'এই জমি কারোরই নয়'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
jitendra awhad.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ওয়াকফ সংশোধনী বিলের বিষয়ে কি মত এনসিপি-এসসিপির? এনসিপি-এসসিপি বিধায়ক জিতেন্দ্র আওহাদ এদিন সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই বলেন, “মনে হচ্ছে এই বিলটি দেশে ধর্মীয় বিরোধ সৃষ্টি করার জন্য আনা হয়েছে। এই জমি কারোরই নয়। এটি কোনো মুসলমানেরও নয়, অন্য কারোরও নয়। কোনো মুসলমান এই জমির ওপর তার অধিকার ভুলতে পারবে না। এটি ওয়াকফ জমি, যা হাসপাতাল, মাদ্রাসা কলেজের জন্য ব্যবহার করা উচিত, এই জমিটি ধর্মীয় কাজের জন্য দেওয়া হয়েছে, সরকারের জন্য নয়”।