নিজস্ব সংবাদদাতা: সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় চাঞ্চল্যকর মোড়। সিবিআই ইতিমধ্যেই এই কেস ডায়রি বন্ধ করে দিয়েছে, কিন্তু মহারাষ্ট্র সরকার নতুন করে দিশা সালিয়ানের মৃত্যু মামলার তদন্তের নির্দেশ দিল। এই মৃত্যুর তদন্তে এ বার বিশেষ সিট গঠন করল মহারাষ্ট্র সরকার। বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। বৃহস্পতিবার রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপির বিধায়ক নীতিশ রাণে দাবি করেন দিশা সালিয়ানের মৃত্যু মামলার সঙ্গে যোগ করেছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর পুত্র আদিত্য ঠাকরের। এর আগেও বহুবার এই দাবি তুলেছেন বিধায়ক। তাঁর কাছে উপযুক্ত প্রমাণ আছে বলেও বারংবার দাবি করেছেন নীতিশ রাণে। দিশার প্রেমিক রোহন রাই এই ‘খুন’ সম্পর্কে সবটা জানে বলেই গা ঢাকা দিয়েছে, এমনও দাবি করেছেন নীতিশ রাণে। এই মামলায় আদিত্য ঠাকরের নারকো টেস্টের দাবি তুলেছে বিজেপি।