নিজস্ব সংবাদদাতাঃ এশিয়ায় প্রায় দেড় লাখ টন গম পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন। দেশটির অবকাঠামো বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। অবকাঠামো বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সমন্বিত চারটি জাহাজে মোট এক লাখ ৪৫ হাজার টন গম নিয়ে ওডেসা বন্দর থেকে এশিয়ার উদ্দেশে ছেড়ে গেছে। এর মধ্যে ৭১ হাজার টন গমের গন্তব্য ইন্দোনেশিয়া।