অন্ডালে ট্রাফিক পুলিশের পথ সচেতনতা প্রচার

author-image
Harmeet
New Update
অন্ডালে ট্রাফিক পুলিশের পথ সচেতনতা প্রচার

নিজস্ব সংবাদদাতা, অন্ডালঃ সচেতনতার অভাবেই ঘটে বেশিরভাগ দুর্ঘটনা। ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালালে অনেক ক্ষেত্রেই দুর্ঘটনা এড়ানো যায়। কিভাবে দুর্ঘটনা এড়াবেন গাড়ি চালানোর সময় কি কি নিয়ম মেনে চলা উচিত, চালক ও আরোহীদের এ সম্পর্কে সচেতনতা বাড়াতে কয়েক বছর আগেই সরকারের পক্ষ থেকে "সেফ ড্রাইভ সেভ লাইফ" কর্মসূচি চালু করা হয়েছে। এই কর্মসূচির ফলে দুর্ঘটনা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে প্রশাসনের দাবি। 


শনিবার সেই লক্ষ্যে অন্ডাল ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সচেতনতা কর্মসূচি পালন করা হলো অন্ডালের শঙ্করপুর মোড় ও উখরা বাজপায় মোড়ে। সচেতনতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন অন্ডাল ট্রাফিক গার্ড থানার ওসি এমডি আলি সহ অন্যান্য আধিকারিকরা। এদিন বাইক চালকদের হেলমেট পড়ে ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানোর পরামর্শ দেওয়ার পাশাপাশি নিয়ম ভঙ্গকারীদের গোলাপ ফুল উপহার দিয়ে সতর্ক করা হয় পুলিশের পক্ষ থেকে।