নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাজ্যের সামরিক বাহিনীর সাবেক পাইলটদের বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে নিয়োগ দিচ্ছে চীন। উদ্দেশ্য, তাঁদের বিভিন্ন সামরিক কলাকৌশল ও দক্ষতা চীনা সামরিক বাহিনীতে কাজে লাগানো। এরই মধ্যে নাকি প্রায় ৩০ জন পাইলট চীনের সেনা সদস্যদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছেন। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সাবেক পাইলটদের নিয়োগের এ তথ্য হাতে আসার পর নড়েচড়ে বসেছে যুক্তরাজ্য সরকার। বিষয়টি নিয়ে তাঁদের সাবধান করতে গোয়েন্দা সতর্কতা জারি করতে যাচ্ছে লন্ডন।
চীন যে পাইলটদের লক্ষ্যবস্তু করেছে, তাঁদের দ্রুতগতির যুদ্ধবিমান ও হেলিকপ্টার চালানোর অভিজ্ঞতা রয়েছে। শুধু রয়্যাল এয়ারফোর্সই নয়, দেশটির অন্যান্য বাহিনী থেকেও পাইলটদের নিয়োগ দিচ্ছে চীন। তাঁদের টাইফুন, জাগুয়ার, হ্যারিয়ার ও টর্নেডো যুদ্ধবিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।