হরি ঘোষ, পাণ্ডবেশ্বর: রবিবার পাণ্ডবেশ্বরে একটি বেসরকারি ভবনে আসন্ন কালীপুজো ও ছট পুজো নিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পাণ্ডবেশ্বর থানার পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। আলোচনা সভায় উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর থানার এলাকার কালীপুজো ও ছট পুজো কমিটির সদস্যরা। এছাড়াও ছিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূলের ব্লক সভাপতি কিরিটি মুখার্জি। এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুজো কমিটিগুলিকে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে পুজো করার আহ্বান জানানো হয়েছে। তেমনই পুজোর সময় কোনোরকম অপ্রীতিকর ঘটনা দেখলে তৎক্ষণাৎ পুলিশকে জানানোর আর্জি পুলিশের।
এর পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাফ জানানো হয় যে কোনোরকম শব্দবাজি ব্যবহার ও ডিজে বক্স পুজোতে ব্যবহার করা যাবে না। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সি আই পিন্টু সাহা, পাণ্ডবেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রবীন্দ্রনাথ দলুই, পাণ্ডবেশ্বর থানার পুলিশ আধিকারিকগণ-সহ পাণ্ডবেশ্বর এলাকার বিশিষ্টজনেরা।