কী ভাবে ছট পুজো করতে হয় ?

author-image
Harmeet
New Update
কী ভাবে ছট পুজো করতে হয় ?

নিজস্ব সংবাদদাতা: কার্তিক মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে হয় ছট পুজো ৷ ছট পুজো হল আদতে সূর্যদেব এবং তাঁর পত্নী ঊষা ও প্রত্যুষাদেবীর পুজো। মোট চার দিন ধরে চলে এই পুজো ৷ আগামী ২০ নভেম্বর পালিত হবে এই বছরের ছট পুজো। ছট পুজো আসলে সূর্যদেবের আরাধনা ৷ বছরে দু’টি ছট হয়, একটা হয় চৈত্র মাসে, অন্যটা কার্তিক মাসে ৷ এ বছর ১৮ নভেম্বর থেকে শুরু হয়েছে এই পুজো ৷ যাঁরা ছট পুজো করে থাকেন, তাঁরা ভাইফোঁটার পর থেকেই টানা নিরামিষ খান। এই নিরামিষে পেঁয়াজ রসুনও জায়গা পায় না। পুজোর দু’দিন আগে লাউয়ের যেকোনও পদ খেতে হয়। পুজোর ঠিক আগের দিন ‘খারনা’ নামের একটি নিয়ম পালিত হয়। এই সময় সূর্যদেবের উদ্দেশ্যে পায়েস, লুচি, কলা অর্পণ করা হয়। ছট পুজোর ডালাতে থাকে হলুদ গাছ, আম পল্লব, নারকেল, কলার কাঁদি, বিভিন্ন ফল, ঠেকুয়া ও খাস্তা টিকরি। নদীর ঘাটে বসে একমনে সূর্যদেবের আরাধনা করার পর নামতে হয় কোমর জলে। নদীর বুকে দাঁড়িয়ে পুজোর ডালা সূর্যদেবের উদ্দেশ্যে অর্পণ করে, ধূপ ধুনো দেখিয়ে হয় আরতি। অবশেষে পরিবারের সকলের নাম করে একটা একটা করে প্রদীপ ভাসিয়ে দেওয়া হয় নদীর বুকে। এটাই এই পুজোর নিয়মরীতি। ডালার প্রসাদ বাড়িতে নিয়ে যান সকলে। বাড়ি ফেরার পরও কিন্তু উপোস ভাঙা হয় না।