দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ শিশু বিকাশ কেন্দ্র, স্কুল থেকে উদ্ধার হল বিশাল আকারের গোখরো সাপ, লম্বায় প্রায় ৯ ফুট। খবর পেয়ে সাপটিকে উদ্ধার করল বনদপ্তরের কর্মীরা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের আগরা-ভবলা শিশু বিকাশ কেন্দ্রে, ক্লাস ঘরের মধ্যে বুধবার সকালে বিশাল আকারের সাপটিকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা খবর দেয় দাসপুর সুলতাননগর বিটে। খবর পেয়ে দাসপুর সুলতাননগর বিটের বনদপ্তরের কর্মীরা সাপটি উদ্ধার করে নিয়ে যায়।