ভারত-চিন সীমান্তে ব্যাপক তুষারপাত, হু হু করে কমছে পারদ

author-image
Harmeet
New Update
ভারত-চিন সীমান্তে ব্যাপক তুষারপাত, হু হু করে কমছে পারদ


নিজস্ব সংবাদদাতাঃ
আপনারও কি উত্তরাখণ্ড যাওয়ার পরিকল্পনা? তাহলে সেখানকার আবহাওয়া কেমন জানেন? জানা যাচ্ছে, উত্তরাখণ্ডের দারমা উপত্যকায় চিন সীমান্তের কাছে শেষ আউটপোস্টে এই মরশুমের তৃতীয় তুষারপাত হয়েছে। 







এখানে এক ফুটেরও বেশি তুষারপাত হওয়ায়, দারমা উপত্যকার ১৪ টি গ্রাম এবং উচ্চ হিমালয় অঞ্চলের ব্যাস উপত্যকার সাতটি গ্রামে ঠান্ডা বৃদ্ধি পেয়েছে। শেষ আউটপোস্ট দারমা উপত্যকায় নিচু এলাকায় প্রায় ১ ফুট বরফ এবং ১৭,৫০০ ফুট উচ্চতায় পাহাড়ে চার ফুটেরও বেশি তুষারপাত হয়েছে।