আজকের সোহরাওয়ার্দী ! এবার মমতা ব্যানার্জিকে তুলোধোনা করলেন বিজেপি নেতা
মদ সম্পর্কে তেজস্বী যাদবের মন্তব্যের প্রসঙ্গে জেডি(ইউ) নেতা কেসি ত্যাগী কি বললেন?
থমথমে সুতি
বাতিল হবে ওয়াকফ আইন ! বড় পদক্ষেপ নিলেন আসাদউদ্দিন ওয়াইসী
ওয়াকফ-বিক্ষোভের থেকে রেহাই পেল না রেলের সম্পত্তিও
বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের সোশ্যাল মিডিয়ায় পোস্ট প্রসঙ্গে বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা কি বললেন?
মুর্শিদাবাদের হিংসার ঘটনায় এবার বড় মন্তব্য করলেন জেডিইউ নেতা !
পশ্চিমবঙ্গে শান্তি ফিরিয়ে আনতে হলে সবার আগে এই রাজ্যপালকে পরিবর্তন করা উচিত- সিভি বোসকে কড়া নিশানা হিরণের
রবি ঠাকুরের জন্মদিনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন 'মহারাজ'

মোদীর প্রশংসায় পঞ্চমুখ ডোনাল্ড ট্রাম্প

author-image
Harmeet
New Update
মোদীর প্রশংসায় পঞ্চমুখ ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব সংবাদদাতাঃ পাশাপাশি হাতে হাত ধরে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন দু’জন। বক্তৃতায় ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন পরস্পরকে। আমেরিকার প্রেসিডেন্ট পদে থাকাকালীন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মৈত্রীর এমন ‘নির্দশন’ দেখা গিয়েছে অনেকবার। ভোটে হেরে হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার পরেও মোদীর প্রশংসক রয়ে গিয়েছেন ট্রাম্প। এক  সাক্ষাৎকারে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের মন্তব্য, ‘‘মোদী একজন অসাধারণ মানুষ। তিনি দারুণ কাজও করছেন। আমার মনে হয়, ২০২৪ সালেও উনিই ফের প্রধানমন্ত্রিত্বের দায়িত্ব পাবেন।’’


আমেরিকার প্রেসিডেন্ট পদে পূর্বসূরি বারাক ওবামা কিংবা উত্তরসূরি জো বাইডেনের তুলনায় তাঁর জমানায় নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্ক উষ্ণতর ছিল কি না জানতে চাওয়া হলে ট্রাম্প বলেন, ‘‘এ প্রশ্ন মোদীকে করা যেতে পারে। তবে আমার মনে হয় না, আমার সময়ের চেয়ে ভাল মৈত্রীর সম্পর্ক ভারত আর পাবে।’’ মোদীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের রসায়নও অত্যন্ত ভাল ছিল বলে দাবি করেন ট্রাম্প। সেই সঙ্গে বলেন, ‘‘আমার বন্ধু মোদী ভারতবাসীর কল্যাণে নিরলস ভাবে কাজ করে চলেছেন।’’