নিজস্ব সংবাদদাতা : এ বার মন্ত্রিসভার বৈঠকে তদন্ত কমিশন গঠনের সিদ্ধান্ত নিল রাজ্যে। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাঁদের ফোন ট্যাপ করা হয়েছে, তাঁদের তালিকায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। পেগাসাস কেলেঙ্কারির আঁচ পড়েছে পশ্চিমবঙ্গেও। তিনি বলেন, বাংলার সাংবাদিক থেকে শুরু করে রাজনীতিবিদদের ফোনেও আড়ি পাতা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মদন লোকুর এবং কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করা হল।