৬ মাসের জন্য সাসপেন্ড করা হল স্পাইসজেটের পাইলটের লাইসেন্স

author-image
Harmeet
New Update
৬ মাসের জন্য সাসপেন্ড করা হল স্পাইসজেটের পাইলটের লাইসেন্স

নিজস্ব সংবাদদাতা : টার্বুলেন্সের ঘটনায় ৬ মাসের জন্য সাসপেন্ড করা হল স্পাইসজেটের পাইলটের লাইসেন্স।এভিয়েশন রেগুলেটর ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) ওই পাইলটের লাইসেন্স সাসপেন্ড করেছে যেখানে মুম্বাই থেকে দুর্গাপুরে এয়ারলাইন্সের ফ্লাইটটি মারাত্মক অশান্তির সম্মুখীন হয়েছিল এবং মে মাসে অনেক যাত্রী আহত হয়েছিল।

গত ১ মে এই ঘটনায় ১৪ জন যাত্রী ও ৩ কেবিন ক্রু আহত হন।শনিবার ডিজিসিএর এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, পাইলট খারাপ আবহাওয়া পরিস্থিতি আরও ভালভাবে মোকাবেলা করতে পারতেন। যদিও স্পাইসজেটের তরফে এই বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। যেহেতু এটি একটি গুরুতর ঘটনা, তাই এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (AAIB) বিষয়টির তদন্ত করছে।