জ্বলছে মুর্শিদাবাদ ! এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করলেন ফিরহাদ
জিন্নাহর ভূমিকা নিয়েছেন মমতা ! এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কড়া আক্রমণ করলেন বিজেপি নেতা তরুণ চুঘ
পশ্চিমবঙ্গে শান্তি ফিরিয়ে আনতে হলে সবার আগে এই রাজ্যপালকে পরিবর্তন করা উচিত- সিভি বোসকে কড়া নিশানা হিরণের
ওয়াকফ-অশান্তিতে কটাক্ষ অমিত মালব্যর
তুমি অধম হইলে, আমি উত্তম হইব না কেন!, দিলীপ প্রসঙ্গে বার্তা দিতে গিয়ে সোজা মন্তব্য হিরণের
মালদা-মুর্শিদাবাদে কাশ্মীরের মতো পরিস্থিতি ! স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেই বিস্ফোরক মন্তব্য করলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো
নকল পুলিশ সেজে মানুষকে সচেতন, অভিনব উদ্যোগ
লছিপুরে ছিনতাইয়ের অভিযোগ, যৌন পল্লী থেকে গ্রেপ্তার মোট ৫
আজকের সোহরাওয়ার্দী ! এবার মমতা ব্যানার্জিকে তুলোধোনা করলেন বিজেপি নেতা

কাঁটাপুকুর সংসদে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় উদ্বোধন করলেন অজিত মাইতি

author-image
Harmeet
New Update
কাঁটাপুকুর সংসদে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় উদ্বোধন করলেন অজিত মাইতি

দিগ্বিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ আজ পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত কাঁটাপুকুর সংসদে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় উদ্বোধন হল। দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অজিত মাইতি।দলীয় কার্যালয় উদ্বোধন নিয়ে এলাকার বিধায়ক অজিত মাইতি জানান, আমাদের দলীয় কার্যালয়টি হলো মাতৃ সদন, গৃহ কার্যালয়, এই কার্যালয়ে শুধুমাত্র তৃণমূলের কর্মীরা যে বসবে এটা নয় এখানে এলাকার মানুষরা বসবে, এলাকার মায়েরা এসে SSG গ্রুপ নিয়ে কথা বলবেন, কথা বলবেন সেলাই নিয়ে, কৃষি কাজ নিয়ে আলোচনা করবেন, এলাকার মানুষের উন্নয়ন নিয়ে আলোচনা করবেন। সম্প্রীতির মেলবন্ধনে রাধা কৃষ্ণের মূর্তি পূজো ও দুপুরে অন্ন প্রসাদ বিতরণ করেন এলাকার মানুষদের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিংলা বিধানসভার বিধায়ক তথা পশ্চিম মেদিনীপুর জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি। 


এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিংলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেক সবেরাতি, পূর্ত কর্মাধ্যক্ষ চণ্ডীচরণ সামন্ত, পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন্দ্রনাথ মাইতি, জেলা পরিষদ মেম্বার শেখ রফিজুল সহ পিংলা ব্লকের গুরুত্বপূর্ণ নেতৃত্ব ও ছ নম্বর অঞ্চলের অঞ্চল সভাপতি, অঞ্চল প্রধান, এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ।