নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : গুজরাটে যেমন পাঠ্যপুস্তকে গীতা অন্তর্ভুক্ত হয়েছে, আগামীতে পশ্চিমবঙ্গের পাঠ্যপুস্তকেও গীতা অন্তর্ভুক্ত করা হবে বলে মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে একটি বেসরকারি আবাসনে রক্তদান শিবির এবং জাতীয় পতাকা বিতরণ সহ গীতা বিতরণ কর্মসূচিতে যোগদান করে এমন মন্তব্য করেন তিনি।
এছাড়াও এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়্গপুরের বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়, ওন্দার বিধায়ক অমরনাথ শাখা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একাধিক প্রসঙ্গ নিয়ে রাজ্য সরকারকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গরু পাচার প্রসঙ্গ নিয়ে বীরভূমের জেলা সভাপতি তথা দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে এক হাত নিলেন নন্দীগ্রামের বিধায়ক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।