নিজস্ব সংবাদদাতা: যত দিন যাচ্ছে, রণবীর সিংহের অনাবৃত ছবির সিরিজ নিয়ে বিতর্ক আরও বাড়ছে। এক দল প্রশংসায় পঞ্চমুখ, আর এক দল বিচার চাইছেন। সোমবারই এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে রণবীরের বিরুদ্ধে মুম্বই থানায় অভিযোগ দায়ের করেছেন এক মহিলা আইনজীবী।এই পরিস্থিতিতে মুখ খুললেন পরিচালক রামগোপালও। তাঁর দাবি, রণবীর যা করেছেন, সেটাই লিঙ্গসমতা জাহির করার উপায়। মহিলারা যদি শরীর নিয়ে গর্ব করতে পারেন, পুরুষরা তবে কী দোষ করলেন?