বড় সাফল্য ভারতীয় সেনার- এটাই তো চেয়েছিল দেশবাসী
ছেলে ফিরেছে ভারতে, কি বলছেন বাবা?
দেশের জন্যে হবে ‘জয় হিন্দ সভা’, ভারতীয় সেনাদের গৌরবময় ইতিহাস থাকবে সেখানে
আমি আগে থেকেই জানতাম এ কাজ মোদীজি'র দ্বারা সম্ভব নয়, এ কি বলছেন বঙ্গ বিজেপি নেতা অনুপম হাজরা?
ভারত বিশ্বকে নতুন দিক দেখিয়েছে, সৌজন্যে অপারেশন সিন্দুর
‘দেশের বোনকে নিয়ে এমন মন্তব্য মানা যায় না’: দীপেন্দ্র সিং হুডা
ভারতের প্রথম বৌদ্ধ ধর্মাবলম্বী চিফ জাস্টিস হলেন ইনি- শপথবাক্য পাঠ করান দ্রৌপদী মুর্মু- কি নাম জানেন? কি বলা হল?
পাকিস্তান বাধ্য হল- গর্বের সঙ্গে জানানো হল- রাতের বড় খবর- জানুন সবার আগে
শশী থারুর যা বলছেন তা দলের মতামত নয়- বলে দিলেন কংগ্রেস সাংসদ

“আমি একমাত্র শিল্পী”—ট্রাম্পের Truth Social প্রোফাইল পিক এখন হোয়াইট হাউসের দেয়ালে!

ট্রাম্প হোয়াইট হাউসে নিজের Truth Social প্রোফাইল ছবির মতো একটি পোর্ট্রেট টাঙিয়েছেন। চিত্রশিল্পী দাবি করেছেন, ট্রাম্প তার আঁকা চারটি ছবি রেখেছেন।

author-image
Debapriya Sarkar
New Update
Trump

নিজস্ব সংবাদদাতা : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে আবারও নিজের একটি নতুন পোর্ট্রেট টাঙিয়েছেন, যা তার Truth Social প্রোফাইল ছবির সঙ্গে হুবহু মিলে যায়। তার শাসনামলে হোয়াইট হাউসের সাজসজ্জায় ব্যক্তিগত রুচির ছাপ আরও স্পষ্ট হচ্ছে বলে অনেকে মনে করছেন।

Trump

এর আগে ট্রাম্প ওভাল অফিসে একসঙ্গে তিনটি নিজের পোর্ট্রেট বসিয়েছিলেন এবং গ্র্যান্ড ফোয়ারে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ছবি সরিয়ে সেখানে নিজের ছবি বসান। এবার 'বুকসেলার্স হল'-এ যুক্ত হয়েছে তার আরেকটি ছবি, যেখানে তার মুখ এবং পেছনে আমেরিকার জাতীয় পতাকা স্পষ্টভাবে আঁকা। ছবিটি টাঙানো হয়েছে দুই সাবেক ফার্স্ট লেডি — লরা বুশ ও হিলারি ক্লিনটনের ছবির মাঝে।

এই চিত্রকর্মটি এঁকেছেন লেনা রুসেভা, যিনি 'ম্যাগা ল্যাঞ্জেলো' নামে পরিচিত। তিনি ট্রাম্পপন্থী একজন শিল্পী এবং নিজের ওয়েবসাইটে দাবি করেছেন, ট্রাম্প তার চারটি চিত্রকর্ম রেখেছেন। শুধু ট্রাম্পই নন, তার ঘনিষ্ঠ সহযোগী রুডি গিউলিয়ানি ও টম হোমানও রুসেভার আঁকা ছবি সংগ্রহ করেছেন।

Trump

রুসেভার ওয়েবসাইটে লেখা, “আমি পৃথিবীর একমাত্র শিল্পী, যার আঁকা ছবি একজন মার্কিন প্রেসিডেন্ট নিজের প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করেছেন!” এ বিষয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। রুসেভার প্রতিক্রিয়াও জানা যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, হোয়াইট হাউসের এমন ব্যক্তিগতীকরণ অতীতে খুব কমই দেখা গেছে। ট্রাম্পের এই উদ্যোগকে অনেকেই রাজনৈতিক বার্তা বলেও ব্যাখ্যা করছেন।