নিজস্ব সংবাদদাতাঃ মানুষের শরীরে কোনও রোগ হওয়ার পূর্বে তা আগে থেকেই জানান দেয়। তেমন হৃদযন্ত্রের কোনও রকম কোনও সমস্যা হলে তাও শরীরে আগে থেকে বোঝা যায়। উপসর্গগুলো জেনে নিন। ১> উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে তা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে। ২> এছাড়া শ্বাসকষ্টের সমস্যা হলেও তা হার্ট অ্যাটাকের লক্ষণ। তাই শ্বাসের কষ্ট অনুভূত হলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। ৩> যদি শরীরে অত্যধিক ঘাম অনুভূত হয় তাহলে তা দুশ্চিন্তার কারণ হতে পারে। কেননা, শরীরে ঠিকমত রক্ত সঞ্চালন না হওয়ার কারণে শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকে। ৪> যদি মাঝরাতে ঘুম ভেঙে ঘামতে থাকেন, তাহলে তা এড়িয়ে যাবেন না। চিকিৎসকের পরামর্শ নেবেন। ৫> বুকে ব্যাথা বা চাপ অনুভূত হলেও তা উপেক্ষা করবেন না। ৬> মেয়েদের ক্ষেত্রে বুকে ব্যাথা, ঘাম হওয়া, হাঁপ ধরা, পেটে অস্বস্তি, পিঠে ব্যথা প্রভৃতি লক্ষণ দেখা দিলে তা হার্ট অ্যাটাকের কারণ হতে পারে।