নিজস্ব সংবাদদাতাঃ অপেক্ষার অবসান। মেট্রো পথে জুড়ল ফুলবাগান-শিয়ালদহ। বহু টালবাহানার পর সোমবার এই মেট্রো পথের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তবে সেই অনুষ্ঠানে গেলেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন না তৃণমূলের অন্য প্রতিনিধিরাও। এদিন বিকেল সোয়া চারটে নাগাদ শিয়ালদহে নবনির্মিত মেট্রো স্টেশন পরিদর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী। মেট্রো রেলের আধিকারিকদের নিয়ে ঘুরে দেখেন স্টেশনের অত্যাধুনিক প্রযুক্তি ও সুযোগ-সুবিধা। যাত্রী স্বাচ্ছন্দ্য নিয়েও খোঁজ খবর নেন। এরপর এই পথে মেট্রোয় যাত্রা করেন কেন্দ্রের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। বিকেল ৫টা নাগাদ তিনি ভার্চুয়ালি প্রকল্পটির উদ্বোধন করেন। তিনি বলেন, “আজ ফুলবাগান, শিয়ালদহ অঞ্চলের মানুষের স্বপ্ন সফল হল। এই মেট্রো উদ্বোধনের ফলে কলকাতার মানুষের অনেক সুবিধা হবে। পাশাপাশি ব্যবসার ক্ষেত্রেও সুফল মিলবে।”
মেট্রো প্রকল্প উদ্বোধনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা এবং কেন্দ্রীয় প্রকল্পের প্রচার করতে ভুললেন না স্মৃতি। কলকাতার এই প্রকল্পের উদ্বোধন করতে এসে বাংলার সঙ্গে তাঁর নাড়ির যোগের কথাও তুলে আনলেন স্মৃতি। জানালেন, সল্টলেকে তাঁর মামার বাড়ি ছিল। স্মৃতির কথায়, “আমি বাংলার মেয়ে। বাগচী পরিবারের মেয়ে। তাই কলকাতার এই প্রকল্প উদ্বোধন আমার কাছে খুব গর্বের বিষয়।”