একগুচ্ছ দাবিতে বিক্ষোভ প্রদর্শন জুটমিল ইউনিয়নের

author-image
Harmeet
New Update
একগুচ্ছ দাবিতে বিক্ষোভ প্রদর্শন জুটমিল ইউনিয়নের

হরি ঘোষ, আসানসোল : রানীগঞ্জের গির্জা পাড়ার ইউনিয়ন অফিস থেকে এক বিক্ষোভ সভা করে মিছিল সহযোগে রানীগঞ্জ বাজারে বিক্ষোভ প্রদর্শন করলো রানীগঞ্জ হুগলি জুটমিল ওয়ার্কার্স ইউনিয়নের কর্মী সমর্থকরা। এদিন তাদের দাবি গুলির মধ্যে অন্যতম হল মঙ্গলপুর জুট মিলে সাসপেনশন অফ ওয়ার্ক অবস্থায় থাকার সময়কালে কোন যন্ত্রাংশ খোলা যাবে না, পি এফ এর টাকা ও বন্ধর নোটিশ পে নিয়ে অবিলম্বে ফয়সালা, জুট মিল পুনরায় চালুর দাবি, জুট মিল খোলার ব্যাপারে শ্রমদফতরের উদ্যোগ গ্রহণ, জুট মিল অবলুপ্তি করার চক্রান্ত ব্যর্থ করার দাবি নিয়ে এদিন সোচ্চার হয় তারা।


প্রশাসনের গোচরে থাকলেও যন্ত্রাংশ কিভাবে খোলা হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন বিক্ষোভকারীরা। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে বিশেষ ভাবে নেতৃত্ব দিতে দেখা যায় সিটু নেতা উমাপদ গোপ সহ প্রাক্তন বিধায়ক রুনু দত্ত, সুপ্রিয় রায়, জুটমিল ওয়ার্কার ইউনিয়নের সম্পাদক মোঃ আনিস, সভাপতি নিলয় লায়েককে। এদিন তারা এই বিক্ষোভ মিছিলের পর এক গণস্বাক্ষর অভিযান করেন।