জ্বলছে মুর্শিদাবাদ ! এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করলেন ফিরহাদ
জিন্নাহর ভূমিকা নিয়েছেন মমতা ! এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে কড়া আক্রমণ করলেন বিজেপি নেতা তরুণ চুঘ
পশ্চিমবঙ্গে শান্তি ফিরিয়ে আনতে হলে সবার আগে এই রাজ্যপালকে পরিবর্তন করা উচিত- সিভি বোসকে কড়া নিশানা হিরণের
ওয়াকফ-অশান্তিতে কটাক্ষ অমিত মালব্যর
তুমি অধম হইলে, আমি উত্তম হইব না কেন!, দিলীপ প্রসঙ্গে বার্তা দিতে গিয়ে সোজা মন্তব্য হিরণের
মালদা-মুর্শিদাবাদে কাশ্মীরের মতো পরিস্থিতি ! স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেই বিস্ফোরক মন্তব্য করলেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো
নকল পুলিশ সেজে মানুষকে সচেতন, অভিনব উদ্যোগ
লছিপুরে ছিনতাইয়ের অভিযোগ, যৌন পল্লী থেকে গ্রেপ্তার মোট ৫
আজকের সোহরাওয়ার্দী ! এবার মমতা ব্যানার্জিকে তুলোধোনা করলেন বিজেপি নেতা

বৃদ্ধার রহস্যময় মৃত্যুর ঘটনায় দু'বছর পর গ্রেপ্তার যুবক

author-image
Harmeet
New Update
বৃদ্ধার রহস্যময় মৃত্যুর ঘটনায় দু'বছর পর গ্রেপ্তার যুবক

নিজস্ব সংবাদদাতা, সালানপুরঃ রূপনারায়ণপুরে দুই বছর আগে শেফালি রায় নামক ৬৫ বছর বয়সী বৃদ্ধার রহস্যময় মৃত্যুর ঘটনায় রূপনারায়নপুর ফাঁড়ির পুলিশের হাতে ধরা পড়লো এক যুবক। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ওই যুবকের নাম করন দাস(৩৫)। এই ঘটনার জন্য গতকাল রূপনারায়নপুরের পশ্চিম রাঙ্গামাটির হরিজন বস্তি থেকে  অভিযুক্ত করন দাসকে রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ রাহুল দেব মণ্ডল গ্রেপ্তার করেন। অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ জানতে পারে করন দাস ওই বৃদ্ধার বাড়িতে কাজ করতো এবং সে রাগের মাথায় গলা টিপে বৃদ্ধাকে হত্যা করে। ঘটনা প্রসঙ্গে জানা যায় যে রূপনারায়ণপুরের সবজি বাজারের বিডিও অফিস রোডের উপর একতলা বড়ো বাড়ি বসু নিকেতনে থাকতেন বৃদ্ধা শেফালি রায়। হঠাৎ করে ২০২০ সালের ২০ মার্চ সকাল ১১টা নাগাদ জানা যায় তিনি মৃত অবস্থায় বাড়ির ভেতরে পড়ে আছেন। রাঁচিতে থাকা পেশায় উকিল মৃত বৃদ্ধার ভাই শংকর চন্দ্র রায় পুলিশের কাছে একটি অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করেন। মৃত্যুর কিনারা করার জন্য তদন্তভার দেওয়া হয় রূপনারায়ণপুর ফাঁড়ির সাব-ইন্সপেক্টর শোভন সাহার হাতে। কিন্তু প্রাথমিক তদন্ত ছাড়া তিনি বিষয়টির বিশেষ অগ্রগতি ঘটাতে পারেননি। রূপনারায়নপুর থেকে তাকে বদলিও হতে হয়।তারপর এই মৃত্যু তদন্তের ভার পান রূপনারায়নপুর ফাঁড়ির ইনচার্জ রাহুল দেব মন্ডল। প্রথমেই তিনি ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখে জানতে পারেন ওই বৃদ্ধাকে শ্বাসরোধ করে মারা হয়েছিল। তদন্ত করতে গিয়ে জানা যায় যে ওই বাড়িতে কর্মরত করন দাস বৃদ্ধার মৃত্যুর পর থেকে এলাকা থেকে পলাতক। যদিও এই মৃত্যু নিয়ে বিশেষ কোনো আলোড়ন না ওঠায় করন দাস আবার ফিরে আসে পশ্চিম রাঙ্গামাটির হরিজন বস্তিতে। পুলিশ গতকাল তাকে গ্রেপ্তার করে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত স্বীকার করে রাগের বসে শেফালী রায়কে গলা টিপে খুন করেছে। আজ শনিবার অভিযুক্ত করন দাসকে পুলিশ আসানসোল আদালতে তোলে।