আজই সূর্যে পাড়ি! কতটা চ্যালেঞ্জিং? জানালেন ইসরোর প্রাক্তন বিজ্ঞানী

চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছে ইতিহাস সৃষ্টি করার পর আরো এক কঠিন মিশনের পথে ইসরো। এবার অজানা সূর্যকে জানার পালা। কঠিন চ্যালেঞ্জ। আজই পাড়ি দিচ্ছে ইসরোর সৌরযান।

author-image
Pallabi Sanyal
New Update
111

ফাইল ছবি


নিজস্ব সংবাদদাতা : চন্দ্রযান ৩- এর ল্যান্ডার বিক্রম সাফল্যের সাথে কুমেরুতে অবতরণের পর চাঁদের দেশে দাপিয়ে বেড়াচ্ছে রোভার প্রজ্ঞান। উন্মোচিত হচ্ছে চাঁদের নানা অজানা দিক। এবার টার্গেট সূর্য। কয়েক ঘন্টার অপেক্ষা। কিছুক্ষণ পরেই সূর্যের উদ্দেশ্যে পাড়ি দেবে ইসরোর সৌরযান আদিত্য এল ১। তার আগে ইসরোর নতুন মিশনটি সম্পর্কে জানালেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত  ইসরোর প্রাক্তন বিজ্ঞানী মাইলসোয়ামি আন্নাদুরাই। তিনি জানান, সূর্যের এল ১ পয়েন্ট অর্জন করা এবং এর চারপাশে কক্ষপথে পৌঁছতে পারাটা খুবই চ্যালেঞ্জিং বিষয়।সঠিক অনুসন্ধানের প্রয়োজনীয়তার সাথে পাঁচ বছর বেঁচে থাকা প্রযুক্তিগতভাবে খুব চ্যালেঞ্জিং।এটি বৈজ্ঞানিকভাবে ফলপ্রসূ হতে চলেছে কারণ সাতটি যন্ত্র সেখানে কী ঘটছে তার গতিশীলতা এবং ঘটনা বোঝার চেষ্টা করবে।''