নিজস্ব সংবাদদাতা : শ্রীহরিকোটা থেকে পিএসএলভি রকেটে চেপে সূর্যে পাড়ি দেবে ইসরোর সৌরযান আদিত্য এল ১। ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির ডিরেক্টর ডাঃ অনিল ভরদ্বাজ জানান,"আমরা সবাই উৎক্ষেপণের ব্যাপারে খুবই উচ্ছ্বসিত। এটি সূর্যের অধ্যয়নের জন্য ভারতের একটি খুব অনন্য মিশন। হয়তো এক মাস সময় লাগবে সমস্ত পরীক্ষা-নিরীক্ষার জন্য। এর পরে, আমরা ক্রমাগত সূর্যের দিকে তাকানো শুরু করতে পারব।"