senior citizen

Public
সিনিয়ার সিটিজেন নিজের দেখভালে অপারগ না হলে সন্তানের থেকে খোরপোষ পাবেন না। রায় দিল ওড়িশা হাইকোর্ট। সিনিয়র সিটিজেন বলে তাঁরা সন্তানের থেকে স্বয়ংক্রিয়ভাবে খোরপোষ পেতেই থাকবেন, এমন বিধান নেই। নিজস্ব আয় বা সম্পত্তি থেকে হওয়া আয় থেকে তাঁরা জীবনধারণ করতে না পারলে তবেই এমন ব্যবস্থা কার্যকর হবে। ২০০৭ সালের মেন্টেনেন্স এন্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস এন্ড সিনিয়র সিটিজেন্স আইনের ব্যাখ্যা সহ অভিমত বিচারপতি শশীকান্ত মিশ্রের।