নিজস্ব সংবাদদাতা: সিনিয়ার সিটিজেন নিজের দেখভালে অপারগ না হলে সন্তানের থেকে খোরপোষ পাবেন না। রায় দিল ওড়িশা হাইকোর্ট। সিনিয়র সিটিজেন বলে তাঁরা সন্তানের থেকে স্বয়ংক্রিয়ভাবে খোরপোষ পেতেই থাকবেন, এমন বিধান নেই। নিজস্ব আয় বা সম্পত্তি থেকে হওয়া আয় থেকে তাঁরা জীবনধারণ করতে না পারলে তবেই এমন ব্যবস্থা কার্যকর হবে। ২০০৭ সালের মেন্টেনেন্স এন্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস এন্ড সিনিয়র সিটিজেন্স আইনের ব্যাখ্যা সহ অভিমত বিচারপতি শশীকান্ত মিশ্রের।
পিতা পুত্রের বিরোধ থেকে ছেলের আবেদন হাইকোর্টে। ৬৯ বছরের পিতাকে বাড়ি থেকে বার করে দিয়ে দেখভালে নারাজ পুত্র। এমনটাই অভিযোগ। মাসিক ৫০০০ টাকা খোরপোষ দাবি করে পিতার আবেদন রায়গড়ের মেইন্টেনেন্স ট্রাইব্যুনালে। বাড়ির দরজার চাবি পিতার হাতে ফেরত দিয়ে মাসে ৫০০০ টাকা পিতাকে দেওয়ার জন্য পুত্রকে নির্দেশ। প্রশাসনের পরবর্তী ধাপ অর্থাৎ কালেক্টরের কাছেও বহাল সেই নির্দেশ।
নিজের রোজগার থেকে জীবন যাপন করতে তিনি সক্ষম কিনা, তা ট্রাইবুনাল বা কালেক্টর খতিয়ে দেখেননি। দ্বিতীয়ত, পিতাকে দেখভাল করা হচ্ছে কিনা তাও ট্রাইবুনাল খোঁজ করে দেখেনি। তৃতীয়ত আইন মাফিক খোরপোষের পরিমাণ নির্ধারণ পদ্ধতি অনুসরণ করা হয়নি। জীবনযাপনের খরচ তিনি টানতে পারছেন না। এই তথ্য প্রমাণ সাপেক্ষে সিনিয়র সিটিজেন খোরপোষ দাবি করতে পারেন। কিন্তু ট্রাইব্যুনাল এই বিষয়টি খতিয়ে দেখেনি।
দ্বিতীয়ত, খোরপোষের পরিমাণ নির্ধারণ পদ্ধতিও অনুসরণ করা হয়নি। তাই ট্রাইবুনাল ও কালেক্টরের সিদ্ধান্ত খারিজ করে নতুন করে বিষয়টির বিচার করতে নির্দেশ ট্রাইব্যুনালকে।