প্রবীণদের সচেতন করেই পালিত হল প্রবীণ দিবস

প্রায় ১০০ জন প্রবীণদেরকে নিয়ে চলে এই প্রশিক্ষণ।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
cvrbjnnm

File Picture

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১৩ নং বিষ্ণুপুর অঞ্চলের মারকণ্ড চক গ্রামে চাইল্ড এবং সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি উদ্যোগে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে প্রবীণদের সচেতনতা শিবির ও প্রবীণদের যোগ ব্যায়াম প্রশিক্ষণ, প্রবীণদের আইন ব্যাবস্থা সংক্রান্ত সচেতনতা করা হয়। 

cruuo

মূলত, কোলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউট অফ জেরন্টোলজি (CMIG) সংস্থার পক্ষ থেকে এই মিটিং করা হয়। উপস্থিত ছিলেন CMIG সংস্থার মুখ্য নির্দেশক ড: ইন্দ্রানী চক্রবর্তী, চাইল্ড এবং সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক নিখিল কুমার বর্মন। প্রায় ১০০ জন প্রবীণদেরকে নিয়ে চলে এই প্রশিক্ষণ।

cdffgg