মালদার মোথাবাড়িতে সুকান্ত মজুমদারকে বাধা দিল পুলিশ ! ধুন্ধুমার পরিস্থিতি এলাকা জুড়ে

মোথাবাড়ি হিংসার ঘটনায় ইতিমধ্যেই বেশ কয়েকজন গ্রেফতার হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে।

author-image
Debjit Biswas
New Update
x

নিজস্ব সংবাদদাতা : আজ মালদার মোথাবাড়িতে হিংসা কবলিত এলাকা পরিদর্শনে যাওয়ার পথে, পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে আটকে দেয় পুলিশ। আর এই ঘটনাকেই কেন্দ্র করে এক ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় এলাকা জুড়ে।

sukanta k2

সুকান্ত মজুমদার অভিযোগ করেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করছে এবং সত্যকে চাপা দিতে চাইছে।" অন্যদিকে, প্রশাসনের দাবি, শান্তি বজায় রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।