নিজস্ব সংবাদদাতাঃ রবিবার অর্থাৎ আজ জানা গিয়েছে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হবে। মাঝারি বৃষ্টির সঙ্গে প্রায় সব জেলায় ঝড় হবে বলে জানা গিয়েছে। সূত্রে খবর, তার মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে ৬০ কিমি পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলোতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের কথা সত্যি করে ইতিমধ্যে আজ সকাল থেকে জেলার আকাশ কালো করে মেঘ ঢাকতে শুরু করেছে।
প্রসঙ্গত, রবিবার অর্থাৎ আজ থেকে আগামী বুধবার উত্তরের সব জেলায় ঝড়-বৃষ্টি হবে।